‘লুকোনোর জায়গা নেই’ দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

গ্রেপ্তারের দাবি

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

প্রবলের বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন। দেড় মাস পর গত শুক্রবার মধ্যরাতে দেশে ফেরেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশে ফেরার পরেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দল এবং গণসংগঠনগুলো। কিন্তু কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে সে দেশের রাজনীতিকদের একাংশ যেভাবে মালা পরিয়ে সংবর্ধিত করেন, তাতে তাকে গ্রেফতারের বিষয় নিয়ে সংশয় তৈরি হয়। অর্থনৈতিক বিপর্যয়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় দেশের তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে। অভিযোগ ওঠে যে, তার ভ্রান্ত নীতির কারণেই এত বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি। গতকাল একটি সংবাদসংস্থাকে দেশটির শিক্ষক সংগঠনের অন্যতম শীর্ষনেতা জোসেফ স্ট্যালিন বলেন, গোতাবায়া দেশে ফিরে এসেছেন, কারণ তার আর লুকোনোর জন্য অন্য কোনো জায়গা নেই। শ্রীলঙ্কার দুই কোটি মানুষের দুরবস্থার জন্য দায়ী গোতাবায়া। এই অপরাধের জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছেন তিনি। গোতাবায়ার বিরোধী রাজনৈতিক দলগুলোও একই দাবিতে সরব হয়েছে। তাদের বক্তব্য, প্রেসিডেন্ট হিসাবে যে আইনি রক্ষাকবচ গোতাবায়া পেতেন, তিনি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই রক্ষাকবচ আর পাবেন না। তাই তাকে গ্রেফতার করতে কোনো সমস্যা নেই বলে দাবি তাদের। আপাতত দেশের রাজধানীতেই বিক্রমসিংহে প্রশাসনের দেওয়া বাসভবনে থাকছেন গোতাবায়া।

পূর্ববর্তী নিবন্ধনদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা, নিহত ৮
পরবর্তী নিবন্ধপুতিনের প্রতি রাশিয়ার ৮১.১ শতাংশ নাগরিকের আস্থা আছে