লিভারপুলকে পেনাল্টিতে ৪–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১–০ গোলে জয়ী হয় পিএসজি। কিন্তু প্রথম লেগে লিভারপুল একই ব্যবধানে জয়ী হওয়ায় কোয়ার্টার ফাইনালের টিকেটের জন্য টাইব্রেকারের প্রয়োজন হয়। দিনের আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনকে ২–০ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৫–০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকেট পেয়েছে বায়ার্ন মিউনিখ। লামিন ইয়ামাল ও রাফিনহার গোলে বেনফিকাকে ৩–১ গোলে পরাজিত করে পরের রাউন্ডে উঠেছে বার্সেলোনা। ফেইনুর্ডকে ২–১ ব্যবধানে পরাজিত করে শেষ আটে উঠেছে ইন্টার মিলান।