বিভিন্ন রোগে ভুগছেন বাদল রায় দীর্ঘদিন ধরেই। এর মধ্যেই এসেছে আরেকটি বড় দুঃসংবাদ। প্রাণঘাতী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের এই সাবেক তারকা ফুটবলার। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য কিছু দিন আগে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি হন বাদল।
পরবর্তীতে কিডনিতে জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাদলের ঘনিষ্ঠ বন্ধু আরেক সাবেক ফুটবলার আব্দুল গাফফার। ‘অনেক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা গতকাল জানিয়েছেন, বাদল লিভার ক্যান্সারের চতুর্থ স্তরে আছে। তারা বলেছেন এটা তার শরীরের অনেক অংশে ছড়িয়ে পড়েছে।’ ‘ডাক্তাররা তাকে বাসায় পাঠিয়ে দিতে চেয়েছিলেন। আমরা ও তার স্ত্রী-সন্তানরা সম্মিলিতভাবে তাকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজ তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে। চেষ্টা করছি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার।’ ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সিঙ্গাপুরে মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করে আসেন বাদল। সেরে উঠে দেশে ফিরলেও স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারান তিনি। গত অগাস্টে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া বাদল অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতির পদে নির্বাচন করতে চেয়েছিলেন। পরে শারীরিক দুর্বলতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত খেলা বাদল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন। দলটির হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা। ২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া বাদল বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতির দায়িত্বেও আছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ছিলেন তিনি।