লিফলেট, চিঠি ও ম্যাসেজে চাঁদাবাজি, অবশেষে ধরা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৪:৩৪ পূর্বাহ্ণ

লিফলেট, চিঠি, কল ও ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি এবং হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে মো. আমজাদ হোসেন টিটু চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিটু চৌধুরী সাতকানিয়া চৌধুরীপাড়া এলাকার জসিম উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি চান্দগাঁওয়ের হামিদচর বড় বাড়ি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, চান্দগাঁও থানার মামলা নং২৩ এর এজাহারের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি লিফলেট, চিঠি এবং কলম্যাসেজের মাধ্যমের ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদাবাজি করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, চাঁদাবাজির মূলহোতা টিটু চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার বিমানবন্দর থেকে জুলাইয়ে আন্তর্জাতিক ফ্লাইট শুরু
পরবর্তী নিবন্ধউখিয়ায় ভাড়াটিয়ার হাতে কলেজ শিক্ষক খুন