লিটল ফ্লাওয়ার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ফতেয়াবাদ লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গতকাল বৃহষ্পতিবার স্কুল মাঠে উদ্বোধন করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন স্কুলের পরিচালক ডাঃ ইমরুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নুরুল আলম, মোহাম্মদ আলমগীর খান, জয়নুল আলম, আকতার হোসেন, শিক্ষক কোহিনুর আক্তার, জয় শ্রী প্রভা শীল, অর্ণব গুপ্ত, বিবি রহিমা, হামিদ হোসাইন, মুসলিমা রহমান, আশরাফুল ইসলাম, শান্তা নাগ, প্রমিতা চৌধুরী, শেখ নুর উদ্দিন, জিনাত তানজিমা, উমা দে, এস এম মোরশেদুল আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধসরফভাটায় তারেক জিয়া ঐক্য পরিষদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিপিএল ফাইনালে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি