লিটল এঞ্জেলস গ্রামার স্কুল, চট্টগ্রামের আয়োজনে গতকাল বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শিশুদের কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। জুনিয়র ও সিনিয়র দুই গ্রুপে বিভক্ত হয়ে দশটি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইট স্পার্ক গ্রামার স্কুলের অধ্যক্ষা সুমনা আফরোজ সার্জিন।
তিনি বলেন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় শরীর ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলা অপরিহার্য। তিনি লেখাপড়ার পাশাপাশি সকল শিশুদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গঠন করার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটল এঞ্জেলস গ্রামার স্কুলের অধ্যক্ষা রেবেকা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক নার্গিস সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাশেদা খানম। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষিকা স্বর্ণালী পাল ও শিক্ষক আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষিকা নুসরাত জামাল,শাকিলা নূর,তাসলিমা ইয়াসমিন,আইরিন সুলতানা, শুভেচ্ছা বড়ুয়া, সেজুতি বড়ুয়া,জান্নাতুল ফেরদৌস,যারিন মাহফুজ। প্রায় দেড়শ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।