লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টি দল ঘোষণা

আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

লিটন কুমার দাস এখন দীর্ঘমেয়াদে বাংলাদেশ টিটোয়েন্টি দলের অধিনায়ক। অভিজ্ঞ কিপারব্যাটসম্যানকে আগামী টিটোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। সহঅধিনায়ক করা হয়েছে শেখ মেহেদি হাসানকে। তবে তার এই দায়িত্ব শুধু সামনের সফরের জন্য। নেতৃত্বে না থাকলেও সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৬ সদস্যের দলে সবশেষ সিরিজ থেকে জায়গা পাননি পাঁচজন। তবে দলে এসেছেন ছয়জন। টিটোয়েন্টি দলে প্রথমবার সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। শান্তর টিটোয়েন্টি পারফরম্যান্স ভীষণ বিবর্ণ। প্রশ্ন আছে তার টিটোয়েন্টি ব্যাটিংয়ের সামর্থ্য নিয়েও। সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৫ ইনিংসে ৫৬ রান করার পর আর সুযোগই পাননি দলে। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ৪৯ ম্যাচ খেলে তার মোট রান ২২.৮৫ গড়ে ৯৬০। স্ট্রাইক রেট মোটে ১০৮.৩৫। তার পরও তাকে দলের রাখার কারণ হিসেবে অভিজ্ঞতার কথা জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। টিটোয়েন্টিতে শান্তর পারফম্যান্স ক্রমাগত প্রশ্নবিদ্ধ হওয়ার পর তিনি নিজেই বিসিবি সভাপতি ফারুক আহমেদকে বলেছিলেন এই সংস্করণে অধিনায়কত্ব আর চালিয়ে যেতে চান না। সম্ভাব্য অধিনায়ক হিসবে লিটনের সম্ভাবনা নিয়েই জোর গুঞ্জন ছিল। বাংলাদেশ সবশেষ টিটোয়েন্টি সিরিজে চোটের কারণে শান্ত না থাকায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দল সিরিজ জিতেছিল ৩০ ব্যবধানে। লিটনের নিজের ফর্মও অবশ্য ভালো নয়। সবশেষ সিরিজে তিন ইনিংসে তার রান ছিল ১৭। সবশেষ ২৪ টিটোয়েন্টি ইনিংসে তার একটি মাত্র হাফ সেঞ্চুরি রয়েছে। শান্ত ছাড়াও দলে ফিরেছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম। শান্তর মতোই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না হৃদয়। আর পারিবারিক কারণে ছিলেন না মুস্তাফিজ। বাদ পড়াদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম মেহেদি হাসান মিরাজ। এছাড়াও জায়গা হারিয়েছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ ও রিপন মন্ডল। দল ঘোষণার সংবাদ সম্মেলনে নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, সবশেষ সিরিজে অভিজ্ঞতা অর্জনের জন্য নেওয়া হয়েছিল রিপনকে। খেলানোর জন্য নয়। আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ শুরু ২৫ মে।

বাংলাদেশ টিটোয়েন্টি দলে যারা জায়গা পেয়েছেন তারা হলেন ঃ লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসুইমিংপুলে শিক্ষার্থীদের শিডিউল নিয়ে ঝামেলা চেঞ্জরুম, লকার নিয়ে ছেলে-মেয়ে যেন একাকার
পরবর্তী নিবন্ধমাস্তুলের’ গন্তব্য এবার স্পেন