বিপিএল নিলামে ‘এ’ ক্যাটাগরি থেকে ৭০ লাখ টাকায় রংপুর রাইডার্সের কাছে বিক্রি হয়েছেন লিটন দাস। সংবাদ সম্মেলনে এসে তিনি তা জেনেছেন। অধিনায়ক হওয়ার পরও তার চেয়ে বেশি মূল্যে একই ক্যাটাগরি থেকে ১ কোটি ১০ লাখ টাকায় সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওপেনার নাঈম শেখ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ নিশ্চিত হওয়ার পর নিলামের টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন যায় লিটন দাসের কাছে।
জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ব্যাপারটা সম্পূর্ণই তার নিয়ন্ত্রণের বাইরে। এমনকি বিষয়টিকে তিনি ঈশ্বরের সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেছেন। আয়ারল্যান্ডকে ২–১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন নিজের প্রতিক্রিয়া জানান, ‘নিলামটা ঠিকমতো দেখিনি, ব্যস্ত ছিলাম। সম্ভব হলে পরে সময় নিয়ে দেখবো।’ নিলামে নিজের কম মূল্য নিয়ে লিটন বলেছেন, ‘দেখুন, এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। যেগুলো আমার নিয়ন্ত্রণে আছে, সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। আমি ঈশ্বরে বিশ্বাস করি। তিনি যদি কখনও মনে করেন আমাকে আরও বেশি টাকা দেবেন, তিনিই পথ করে দেবেন। এবার তিনি মনে করেছেন ৭০ লাখই যথেষ্ট।’











