লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গলায় লিচুর বিচি আটকে মো. সফোয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল ৫ নং ওয়ার্ডে পিয়ারু তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই এলাকার সিএনজি চালক মোহাম্মদ ফোরকানের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে শিশু সফোয়ান পরিবারের সদস্যদের সাথে লিচু খাচ্ছিল। এ সময় একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবরখাস্ত এসআইয়ের নেতৃত্বে অপহরণকারী সিন্ডিকেট
পরবর্তী নিবন্ধছিনতাইয়ের কবলে বিএসআরএমের দুটি ট্রাক