লিও সদস্যদের লায়নিজমের মন্ত্রে উজ্জীবিত হওয়ার আহ্বান

অভিষেক ও কেবিনেট মিটিং

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

লিও জেলার অভিষেক ও প্রথম কেবিনেট মিটিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন গভর্নর কোহিনুর কামাল বলেছেন, লিওদের যোগ্য নেতৃত্বে যত্নের সাথে মায়া ছড়িয়ে প্রিয় স্বদেশের সম্মান বৃদ্ধি করতে হবে। তিনি লিও সদস্যদের সেবা শেখার সূতিকাগার বলে আখ্যায়িত করে বলেন, এখান থেকে সেবা কিভাবে করতে হয় তা শিখতে হবে। কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, সমাজের কম সৌভাগ্যবান মানুষের পাশে দাঁড়াতে হয় সেই শিক্ষা এখান থেকে নিয়ে পরবর্তী জীবনে কাজ করতে হবে। তিনি লিও সদস্যদের ভবিষ্যতে লায়নিজমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সমাজকে সবার বাসযোগ্য করার চেষ্টায় সামিল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে পিডিজি ফোরামের সভাপতি, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, একজন পশু তার যাবতীয় গুনাগুন নিয়েই জন্মগ্রহন করে, কিন্তু একজন মানুষকে মানুষ হয়ে উঠতে অনেক কিছু শিখতে হয়। তিনি মানুষ হিসেবে গড়ে উঠার জন্য লিও সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি লিও সদস্যদের উৎসাহ দিয়ে বলেন, তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যত। অনেক পথ তোমাদের যেতে হবে। নিজেদের গড়ে তুলতে হবে, বড় হতে হবে, মানুষ হতে হবে। এই মানুষ এবং বড় হওয়ার জন্য স্বপ্ন থাকতে হবে। যে স্বপ্ন তোমাদের ঘুমাতে দেবে না, যে স্বপ্ন তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে।

লিও জেলা ও ক্লাব অফিসার্স যৌথ অভিষেক অনুষ্ঠান ও সেবাবর্ষের প্রথম কেবিনেট ও কাউন্সিল মিটিং গত শুক্রবার নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ এবং দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে। অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দীকি, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ ইমতিয়াজ ইসলাম, লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, লায়ন জাহানারা বেগম, লায়ন ইঞ্জি. চন্দন দাশ, লায়ন মোহাম্মদ আনিসুল হক চৌধুরী, লায়ন আশরাফ আলী আশু, লায়ন হাসিনা খান, লায়ন মোহাম্মদ হাকিম আলী, লায়ন পারভীন মাহমুদ, লায়ন এম বদিউর রহমান, লায়ন মো. শাহজালাল, লায়ন এস এম কামরুল ইসলাম পারভেজ, লায়ন সুরজিত সাহা মিঠু, লায়ন হুমায়ুন কবির ,লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন মো. মামুনুর রশীদ, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লায়ন মো. আবুল খায়ের, লায়ন মো. ওবাইদুর রহমান, লায়ন মো. খলিল উল্লাহ চৌধুরী সাকিব,লায়ন মো. সাইফুল করিম আরিফ, লায়ন আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং লিও ইরফান মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধএফপিএবির ত্রিবার্ষিক নির্বাচন ১৭ অক্টোবর