লিও জেলার যৌথ অভিষেক ও প্রথম কেবিনেট মিটিং

| সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশ ও ক্লাব কর্মকর্তাদের ২৭ তম যৌথ অভিষেক অনুষ্ঠান ‘আহবান ’ ও প্রথম কেবিনেট ও কাউন্সিল মিটিং গত শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা ও লিও জেলা সভাপতি আতিক শাহরিয়ার সাদিফ। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি বলেন, লিওদের কে সামাজিক সেবার পাশাপাশি, নিজেদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে লিও জেলা তথা বাংলাদেশের মান উন্নয়নে অবদান রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চট্টগ্রামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনছারি, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, লায়ন আবু মোর্শেদ, লায়ন নিশাত ইমরান, লায়ন নুর মোহাম্মদ বাবু, লায়ন মো. ইউসুফ চৌধুরী, লায়ন এ কে এম নবিউল হক সুমন, লায়ন শুভ নাজ জিনিয়া, লিও মাহমুদ হাসান, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লায়ন আনিসুল হক চৌধুরি, লায়ন ওবায়দুর রহমান, লায়ন সাইফুল করিম আরিফ,লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন আফিফা ইসলাম। উপস্থিত ছিলেন লিও ইসমাইল বিন আজিজ আলভী, লিও মো. শওকত হোসেন, লিও রাফিদ মো. আহনাফ, লিও অনুপ কুমার দাশ, লিও মো. সিরাজুল করিম হিরো, লিও ওমর ফারুক, লিও দীপ্ত দে, লিও মো. নুর হোসেন, লিও জাহিদ হাসান প্রেমন, প্রোগ্রাম কোচেয়ারম্যান লিও ডালিম সাহা পাপ্পু, লিও জাওয়াদুল করিম, লিও আল মামুন জিসান প্রমুখ। প্রথম পর্বে সভাপতি লিও ইরফান মোস্তফা দায়িত্ব হস্তান্তর করেন এবং ২য় পর্বে সেবাবর্ষের সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফের সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীদের ভূমিকা পালন করতে হবে