লিও ক্লাব অব চিটাগাংয়ের কমিটি গঠন

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং এর কমিটি গঠন উপলক্ষে পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরীর সভাপতিত্বে এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পিডিজি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন কামরুন মালেক, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন জি কে লালা, লায়ন নিশাত ইমরান,লায়ন মো. আবু নাসের রনি, লায়ন এম সোহেল খান, ক্লাব সভাপতি লায়ন রেবেকা নাসরিন প্রমুখ।

সভায় আগামী ২০২৫২০২৬ সেবা বর্ষের জন্য ২ ক্লাবের লিও অ্যাডভাইজার হিসেবে লায়ন মো. আবু নাসের রনিকে মনোনীত করা হয়। লিও ক্লাব অব চিটাগং এর সভাপতি হিসেবে লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, সেক্রেটারি লিও মারিয়া দিলশাদ, ট্রেজারার লিও মো. সরোয়ার আলম সিয়ামকে নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফারুকিয়া মাদরাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন সরকারি মহসিন কলেজ রানার-আপ সেন্ট্রাল পাবলিক কলেজ