লিংক রোড চত্বর থেকে টিকিট কাউন্টার সরিয়ে নেওয়া হোক

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

পর্যটন নগরী কক্সবাজার শহরের শহরতলীতে অবস্থিত লিংক রোড চত্বর থেকে টিকিট বিক্রির কাউন্টার সরিয়ে নেওয়া হোক। এটি শহরের ব্যস্ততম চত্বর। এই চত্বর একাধারে টেকনাফ রোড, কক্সবাজার চট্টগ্রাম রোড, কয়েকশো মিটার পরে নান্দনিক আইকনিক রেল স্টেশন রোডও সংযুক্ত হয়েছে। ঢাকা কিংবা চট্টগ্রামের দূরপাল্লার বাস যখন কক্সবাজার বাস টার্মিনাল ছেঁড়ে এসে এই চত্বরে টিকিট কাউন্টারের সামনে দাঁড়ায়, গাড়ি চলাচল ধীরগতি হয়ে পড়ে। যার কারণে প্রতিনিয়ত এই চত্বরে যানযট দেখা দেয়। তাছাড়া কক্সবাজার চট্টগ্রাম লোকাল বাস গুলোর দৌরাত্ম কম নয়। এই লোকাল বাস যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী নেয়। যার কারণেও আঞ্চলিক গাড়ি চলাচল করতে না পেরে অনেক সময় যানযট হয়ে পড়ে।

ঈদের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এই চত্বরে টহলরত আছে। সেনাবাহিনী না থাকলেই বাস ড্রাইভারেরা এলোমেলো ভাবে বাস দাঁড়িয়ে রাখে। ইদানীং সেনাবাহিনী না থাকায় ড্রাইভারদের দৌরাত্ম্যে বেড়ে গেছে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখে। যার কারণে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছে যায়।

সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তা কাছে অনুরোধ করছি, লিংক রোড চত্বর থেকে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার চত্বর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হোক।

মুজিবুল হাসান আরিফ

শিক্ষার্থী, আলিম ২ম বর্ষ

কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।

পূর্ববর্তী নিবন্ধভোট আইস্যি!
পরবর্তী নিবন্ধশিশুর জীবনে নৈতিক শিক্ষার গুরুত্ব