অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলা আনোয়ারা তাহের লায়ন্স ফিজিওথেরাপি ক্লিনিকে বিনামূল্যে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু পুরুষ ও মহিলাদের জন্য থেরাপি ক্যাম্পের আয়োজন করে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রওশন আক্তারের সভাপতিত্বে এবং ক্লাব ফাউন্ডার ও রিজন চেয়ারপারসন লায়ন সোহেলা রহমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন জিএসটি লায়ন মোরশেদুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধী মানুষদের জন্য বিনামূল্যে থেরাপি দেওয়ার যে ব্যবস্থা সেন্ট্রাল শাপলা লায়ন্স ক্লাব করে দিয়েছে তার প্রশংসা করেন। তিনি প্রতিবন্ধী সকলকে ফিজিওথেরাপি নিয়ম মেনে চলা এবং সময়মতো থেরাপি নেয়ার আহ্বান জানান। আনোয়ারা তাহের লায়ন্স ফিজিওথেরাপি ক্লিনিকের ইনচার্জ এবং সিনিয়র থেরাপিস্ট সুজন কান্তি নাথ ফিজিওথেরাপি নিয়মিত নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জেলা গভর্নরের অনুরোধে এইসব অসহায় প্রতিবন্ধী শিশু ও মানুষদের জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন। পরে জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেন।
অনুষ্ঠানে আই পি পি লায়ন শিরীন আক্তার, ক্লাব ডাইরেক্টর লায়ন নওশিন রওশন, লায়ন কাশফিয়া নূর আশরাফি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।