লায়ন্স ক্লাব অব চিটাগাং লিজেন্ডের বহুমুখী সেবা প্রদান

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিজেন্ডের পক্ষ থেকে ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন হযরত কালু শাহ () বালিকা বিদ্যালয়ে বহুমুখী সেবা প্রদান করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।

বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী। সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, জিএসটি জেলা কোঅর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, আরসি হেড কোয়ার্টারস লায়ন তারেক কামাল, লায়ন খোরশেদ আলম ও কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী। লিজেন্ড ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মনোয়ারা বেগম, প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম, সেক্রেটারি লায়ন সাইফুল্লাহ মিনার, জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. আবদুল্লাহ আল মামুন, লায়ন এনায়েত হোসাইন, লায়ন আব্দুল্লাহ আল নোমান, মো: তমিজ উদ্দিন প্রমুখ।

এই আয়োজনে গাছের চারা রোপন, ডেঙ্গু সচেতনতা, প্লাস্টিক বিরোধী প্রচারনা ও খাদ্য বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা ও ট্রেনিং সেশনে ট্রেইনার ছিলেন লিজেন্ড ক্লাব এডমিন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইফতেখারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরজায়ী যুব তরিকত কমিটির জশনে জুলুসের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধজুলাই জাগরণ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা