মহান বিজয় দিবসে লায়ন্স ক্লাব অব চিটাগং রোজ ভ্যালীর উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জের আমানতপুরে দিনব্যাপী স্বাস্থ্য সেবা কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচিতে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা, ছেলে শিশুদের খতনাকরণ ও মেয়েদের নাক-কান ছেদন এবং চলা-ফেরায় অক্ষমদের মাঝে হুইল চেয়ার ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা দেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল ও স্থানীয় প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।
ক্যাম্পে ১০০০ জনকে চক্ষু পরীক্ষা, ২০০ জনকে চশমা বিতরণ ও ৭৪ জন চোখ অপারেশনের রোগী নির্বাচিত করা হয়। এছাড়া ১০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ১৪০ জনের ডায়াবেটিস পরীক্ষা, ৫০ জন ছেলে শিশুকে খতনাকরণ, ১৫০ মেয়েকে নাক-কান ছেদন, ৮ জনকে হুইল চেয়ার ও ৩০০ জনকে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন মো. আরফান আলী। দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-জেলা ৩১৫ বি৪ এর প্রাক্তন গভর্নর লায়ন শাহ আলম বাবুল। প্রধান অতিথি ছিলেন বর্তমান জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী, রোটারিয়ান জিয়া উদ্দিন চৌধুরী, লায়ন আশরাফুল আলম আরজু, রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান।
আরো উপস্থিত ছিলেন লায়ন মো. ওসমান গণি, লায়ন এম শওকাতুল ইসলাম, লায়ন রোকেয়া শিরিন, লায়ন মো. কামরুজ্জামান লিটন, লায়ন হাজেরা খাতুন পারভিন, লায়ন আমিনা সুলতানা ডলি, লায়ন মো. গোলাম কিবরিয়া, লায়ন মোহাম্মদ জোবায়ের, লায়ন ফারাহ বেনজির আলম, লায়ন এডভোকেট কাজী আশরাফুল হক আনছারী, লায়ন মোহাম্মদ উল্লাহ নিশান, লায়ন মোহাম্মদ আব্দুল মতিন, লায়ন শাখাওয়াত হোসেন, পর্যবেক্ষক হিসেবে ছিলেন কবি শুকুর চৌধুরী ও সৈয়দ ম. মাজহারুল আলম।
লিওদের মধ্যে উপস্থিত ছিলেন লিও অপু উল্লাহ, লিও দেলোয়ার হোসেন, লিও কামরুজ্জামান রাপিদ, লিও আব্দুল হান্নান, লিও সায়মুন আক্তার বর্ণা, লিও জাফরিণ আক্তার ঈশা, লিও রায়হান, লিও নুরুল আফসার তৌসিফ, লিও পুষ্পিতা আকতার, লিও তাওহীদ চৌধুরী, লিও নুরুল আফসার, লিও জয়নাল আবেদিন ফরহাদ ও লিও আসাদুজ্জামান নুরু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লায়ন অনিমেষ রায় চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।