লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল নগরীর জামালখানস্থ সিনিয়ারস ক্লাব লিমিটেডে এক জমকালো ফ্যামিলি নাইট উদযাপিত হয়। এ উপলক্ষে প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর রফিক আহমেদকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার অর্জন করায় ও মহানগর লায়ন্স ক্লাবের ক্লাব ডিরেক্টর লায়ন ডা. বাসনা মুহুরী নারী নেতৃত্বে পুরস্কারে ভূষিত হওয়ায় উভয়কেই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন পরেশ কুমার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান ফ্যামিলি নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন অঞ্জন শেখর দাশের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, লায়ন নাছির উদ্দীন চৌধুরী, লায়ন মনজুর আলম মঞ্জু, লায়ন শাহ আলম বাবুল, লায়ন এস.এম মোস্তাক হোসেন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন নুরুল ইসলাম, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন নাদের খান, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন কাইয়ুম চৌধুরী, ২য় ভাইস জেলা গভর্নর ইলেক্ট লায়ন মোসলে উদ্দিন আহমেদ।
ফ্যামিলি নাইট উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন ইন্ডিয়া থেকে আগত নৃত্যশিল্পীবৃন্দ, সংগীত পরিবেশন করেন কোলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী শুভশ্রী। ফ্যামিলি নাইটের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র যার প্রধান আকর্ষণ ছিলো সাজেক ট্যুর। এছাড়াও আরো ১০টি পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।