লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটির কার্যকরি কমিটির সভা

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:৪৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটির লায়ন্স সেবাবর্ষ ২০২০২০২১ কার্যকরি কমিটির সেপ্টেম্বর মাসের সভা ক্লাবের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অস্থায়ী কার্যালয়ে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়নস জেলা ৩১৫বি৪ এর গভর্নরস সিনিয়র উপদেষ্টা ও ক্লাবের প্রধান পরিচালক লায়ন জাফরউল্লাহ চৌধুরী, গভর্নর উপদেষ্টা ও ক্লাবের পরিচালক লায়ন সৈয়দ মোহাম্মদ আইউব, লায়ন জেলার রিজিয়ন চেয়ারপার্সন ও ক্লাবের পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার রিজিয়ন চেয়ারপার্সন ও ক্লাবের মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন ফাতেমা রহমান, জেলার জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানা, ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট লায়ন মুহাম্মদ শওকত হোসেন, সহসভাপতি লায়ন ফরিদ আহমেদ, সেক্রেটারি লায়ন মো. হাবিবুর রহমান, ট্রেজারার লায়ন সৈয়দা সালেহা পারভীন, লায়ন মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্না প্রমুখ। সভায় অক্টোবর সেবা মাস পালন করার লক্ষ্যে বিভিন্ন সেবা কার্যক্রম পালন করার সিদ্ধাান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিন শিল্পাঞ্চল বিএনপির প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধগণমানুষের কল্যাণে কাজ করেছেন এডভোকেট কবির চৌধুরী