লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ফ্রি স্বাস্থ্যসেবা

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:১৯ পূর্বাহ্ণ

অক্টোবর সেবা মাস উপলক্ষে গত ১৪ অক্টোবর নগরীর টাইগারপাস বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে দিনব্যাপী মাস্ক ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ, ডায়াবেটিকস পরীক্ষা, মহিলাদের শারীরিক পরীক্ষা, কান ফুটানো, হাত ধোয়া ও শিশুদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সভা।
লায়ন শুভ নাজ জিনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন ড. সুকান্ত ভট্টাচার্য। এতে আরো উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন শওকত আলী চৌধুরী, লায়ন মোসলেহ উদ্দিন অপু, লায়ন উত্তম কুমার দাশ, লায়ন ডা. মেছবাহ উদ্দিন তুহিন, লায়ন আবদুর রহীম, লায়ন হেলাল উদ্দিন, ক্লাব ট্রেজারার লায়ন ইকবাল হোসেন সুমন, লায়ন ইয়াসিন আশরাফুল, লায়ন দুলাল কান্তি বড়ুয়া। এছাড়াও লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর আইপিপি লিও ডালিয়া বড়ুয়া, প্রেসিডেন্ট লিও রাফিউল হাসনাত রাফি, লিও অন্তু বড়ুয়া, লিও মৃদুল, লিও তানভীর, লিও আকিব প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিও জেলার প্রাক্তন সভাপতিদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপৃথক ডায়ালাইসিস ইউনিট রক্ষা করেছে বহু জীবন