লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ডিজি টীম রিসেপশন

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের চার্জ হ্যান্ডওভার, টেকওভার এবং ডিজি টীম রিসেপশন হালিমা রোকেয়া হলে গত ৭ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের নবনির্বাচিত ও বিদায়ী নেতৃবৃন্দ, জেলা গভর্নর, ভাইস গভনর, ক্যাবিনেট সদস্য এবং লিও ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারি লায়ন নীল রতন বড়ুয়া। যিনি সভাপতিত্ব করেন লায়ন লোকমান হোসাইন মজুমদার লিটন। লায়ন রীটন দাশের নেতৃত্বে আনুগত্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা গভর্নর খহ. মোসলেহ উদ্দিন অপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদ্য প্রাক্তন গভর্নর কোহিনূর কামাল, ১ম ভাইস গভর্নর লায়ন মো.খায়রুজ্জামান লিটন, ২য় ভাইস গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী। উপস্থিত ছিলেন লায়ন আবু লায়ন মোরশেদ, লায়ন গাজী সালাউদ্দিন, উপ পুলিশ কমিশনার মো. আমিনুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য লায়ন রীটন দাশ, লায়ন মোহাম্মদ নেয়ামত উল্লাহ খান, এবং লায়ন ইমতিয়াজ ইসলাম। তাঁরা ক্লাবের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। ২০২৪২০২৫ সেবাবর্ষে ক্লাবের সফল সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষ পর্বে সভাপতি লায়ন লোকমান হোসেন লিটন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নবনির্বাচিত প্রেসিডেন্টকে। চার্জ হ্যান্ডওভারটেকওভার এবং ডিজি টীম রিসেপশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি লায়ন সুযিত কুমার নাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছবি দাশগুপ্তা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের একজন গ্রেপ্তার