লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নিয়মিত সভা

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং এর নিয়মিত সভায় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু বলেছেন, একতা সমৃদ্ধি বয়ে আনে। তাই ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে সেবার মানসে মানব কল্যাণে কাজ করতে হবে।

গত ৩০ সেপ্টেম্বর রাউজান উপজেলার কুন্ডেশ্বরী ভবনে লায়ন্স ক্লাব অব চিটাগং এর নিয়মিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী।

উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন কামরুন মালেক, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, জিএসটি লায়ন মোরশেদুল হক চৌধুরী, গভর্নর অ্যাডভাইজর লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিওন চেয়ারপার্সন ১ লায়ন নিশাত ইমরান, লিও অ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, লায়ন ইসমাঈল চৌধুরী, লায়ন সিলবাস্টার বার্নাডেট, লায়ন গোপাল ভট্টাচার্য, লায়ন লিটন ক্রান্তি দত্ত, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন হাজী এনামুল হক, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন সুবর্ণা চৌধুরী, লায়ন তারেক রামাল, লিও মিনহাজুর রহমান শিহাব, লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ইমরুল কায়েস অপু।

প্রধান অতিথি বলেন, মানুষের সেবায় এগিয়ে আসতে লায়নিজমের যে মর্মবাণী তা ধারণ করে সেবার মন্ত্রে উদ্বুদ্ধ হতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবায় এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। লায়ন রেবেকা নাসরিন বলেন, লায়নিজমের সেবার সুযোগ যেন প্রান্তিক জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছায় সেজন্য কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব অব চিটাগং। অক্টোবর সেবা মাস উপলক্ষে গৃহীত কর্মসূচিতে কম সৌভাগ্যবান মানুষ যাতে সেবা পেতে পারে সেজন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি সেবা কার্যক্রম বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া-লোহাগাড়ায় আওয়ামী ফ্যাসিস্টদের স্থান নেই
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে