লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রস্তুতিসভা

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চার্টার নাইট উদযাপন প্রস্তুতি সভায় লায়ন কামরুন মালেক সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের চার্টার নাইট প্রস্তুতি সভায় সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক গতকাল সোমবার এই আহ্বান জানান। দৈনিক আজাদী কার্যালয়ে লায়ন আবু নাসের রনির সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন চার্টার নাইট চেয়ারম্যান সদ্য প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট চার্টার নাইট চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, জিএলটি লিডার লায়ন জি কে লালা, লায়ন মোসলেহ উদ্দিন খান, লায়ন আবদু রব শাহিন, লায়ন সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু প্রমুখ। সভায় চার্টার নাইট সফল করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর বিশ্ব র‌্যাংকিংয়ে অনেক এগিয়েছে
পরবর্তী নিবন্ধ‘রুবানার সাহসিকতায় দেশের গার্মেন্টসশিল্প এখনো টিকে আছে’