লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড’র ২০২৫–২৬ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নগরীর হালিশহরে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ২০২৪–২৫ সেবা বর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাছির উদ্দিন মানিক। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ২০২৫–২৬ সেবা বর্ষের নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন আলীম উল্লাহ মুরাদ।
ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন নাজিমুজ্জামান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গভর্নর এডভাইজার লায়ন নূরুল আবছার চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন গিয়াস উদ্দিন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এড. সরোয়ার হোসাইন লাভলু, জোন চেয়ারপার্সন লায়ন কামাল উদ্দিন ভূইয়া, লায়ন কাজী আলী আকবর জাসেদ। বক্তব্য রাখেন ক্লাব ডাইরেক্টর লায়ন মনোয়ারুল হক এফসিএমএ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, নব নির্বাচিত ক্লাব সেক্রেটারি লায়ন আবুল হাসনাত, জয়েন্ট সেক্রেটারি লায়ন নাজিমুজ্জামান রাশেদ, ক্লাব ট্রেজারার লায়ন নূর খান, কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন আরাফাত ইলাহি, লিও কো–এডভাইজার লায়ন রেহান উদ্দিন, লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লিও ইশতিয়াক বিন ইমাম, সেক্রেটারি লিও ইয়াছিন ও ট্রেজারার লিও তানভীর।
বক্তারা বলেন, লায়নিজমের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়। ক্লাবের অতীত ঐতিহ্য ও সুনাম ধরে রেখে আগামীতেও নতুন দায়িত্বশীলগণ নিজ নিজ অবস্থান থেকে মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ এবং সবার সহযোগিতার মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।