চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের শ্রমিকদের জন্য লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সহায়তায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি গত ২৩ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২,০০০ শ্রমিক উপরোক্ত সেবা গ্রহন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্য এবং সঞ্চালনায় ছিলেন জিএমটি কোর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান, আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন অঞ্জন শেখর দাশ। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি–৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দীন আহমেদ অপু, বিশেষ অতিথি ছিলেন ২য় জেলা ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী ও কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ। উপস্থিত ছিলেন সিএলএফ সেক্রেটারী ও রিজিয়ন রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন তারেক কামাল, চেয়ারপার্সন লায়ন পরিমল কান্তি দাশ, জোন চেয়ারপার্সন লায়ন পরেশ কুমার চৌধুরী, ক্লাব সেক্রেটারী লায়ন শিমুল নন্দী, ক্লাব ট্রেজারার লায়ন ইফতেখারুল আলম, ডিস্ট্রিক্ট অবজারভার লায়ন কামরুল হুদা চৌধুরী, লায়ন নুরুল কবির, লায়ন সুমন কান্তি চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।