আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ্ (ম.জি.আ)’র প্রধান খলিফা নূর মোহাম্মদ আলকাদেরীর (রা.) জামাতা, চকবাজার কাপাসগোলা নিবাসী আমিনুর রহমান আলকাদেরীর ২য় পুত্র, লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনির পিতা আবু তাহের চৌধুরী গতকাল শনিবার ভোর চারটা নাগাদ স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ কন্যা ও ২ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। বাদ আছর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসা প্রাঙ্গণে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে মরহুমের লাশ মাদরাসা সংলগ্ন কবরস্থানে পিতার পাশে সমাহিত করা হয়।
আবু তাহেরের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা, লায়ন ডিস্ট্রিক গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, প্রথম ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন সামসুদ্দিন সিদ্দিকী, দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, ট্রেজারার লায়ন আবু বক্কর, লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট লায়ন আবদুর রব শাহীন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, সেক্রেটারি শাহজাদা ইবনে দিদার, এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আর্কের প্রধান নির্বাহী পারভেজ আহমেদ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।