লায়ন জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে লায়নিজমের অন্যতম বাতিঘর, সাবেক কেবিনেট সেক্রেটারি এবং সিনিয়র গভর্নর অ্যাডভাইজার, সমাজসেবক লায়ন জাফরুল্লাহ চৌধুরী আর নেই। গতকাল সকাল সোয়া আটটা নাগাদ তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী এবং দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। লায়ন জাফরুল্লাহ চৌধুরী গতকাল সকালে খুলশীর জাকির হোসেন রোডস্থ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
লায়ন জাফরুল্লাহ চৌধুরী প্রথম নামাজে জানাজা গতকাল দুপুর সাড়ে বারোটায় জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযায় নজরুল ইসলাম ইসলাম চৌধুরী এমপি, লায়ন্স জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, সাবেক গভর্নর লায়ন মোস্তাক হোসাইন, সাবেক গভর্নর লায়ন মনজুর আলম মনজু, প্রতিবেশীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ জহুর, জাফরুল্লাহ চৌধুরীর বড়পুত্র জিয়াদ মাহমুদ চৌধুরী শান্ত বক্তব্য রাখেন। জানাজায় জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন আল সাদাত দোভাষ, ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, সেকেন্ড ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, সিএলএফ চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী, পিডিজি লায়ন শাহ আলম বাবুল, পিডিজি লায়ন সামশুল হক, কেবিনেট সেক্রেটারি (ইলেক্ট) লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার (ইলেক্ট) লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন মোহাম্মদ আলী, লায়ন আবু মোর্শেদ, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন কামালউদ্দিনসহ বিপুল সংখ্যক লায়ন এবং লিও সদস্য অংশগ্রহণ করেন।
এর আগে সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিলসহ লায়ন নেতৃবৃন্দ মরহুম জাফরুল্লাহ চৌধুরীর বাসবভনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বাদ মাগরিব সাতকানিয়ার বাজালিয়ায় দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গ্রামের জানাজায়ও বিপুল সংখ্যক লায়ন সদস্যসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। দাফনকাজে সার্বিকভাবে সহযোগিতা করে গাউসিয়া কমিটি।

পূর্ববর্তী নিবন্ধস্বরাষ্ট্র মন্ত্রণালয়েই যাচ্ছে এনআইডির দায়িত্ব
পরবর্তী নিবন্ধঅবশেষে সচল কোটি টাকার সেই ম্যামোগ্রাফি মেশিন