লালমনিরহাটে ২৯ অক্টোবর এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা আহ্বায়ক হাসান মারুফ রুমী এবং সদস্য সচিব ফরহাদ জামান জনি। গত ৩০ অক্টোবর এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। এছাড়া জনগণকে ঘৃণা ও বিদ্বেষের ফাঁদে না দেওয়ার আহ্বান জানান। তারা নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।