লালমনিরহাটে পিটিয়ে হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেফতার ৫

| রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:৩১ পূর্বাহ্ণ

ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত বিষয়টি জানান। শুক্রবার রাতে বুড়িমারী এলাকা থেকে তাদের আটক করে ভিডিও দেখে শনাক্ত করে শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গ্রেফতাররা সবাই বুড়িমারী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী সাতকানিয়ায় অপহরণ, বাঁশখালীতে উদ্ধার
পরবর্তী নিবন্ধলামায় মন্দিরে দুর্ধর্ষ চুরি