লালদীঘিতে গ্যাস সিলিন্ডার থেকে হোটেলে অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘির মোড়ে রাধিকা হোটেলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১১টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে হোটেলের কর্মচারীরা আগুন নির্বাপনের চেষ্টা করেন। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে নন্দন কানন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থল থেকে ২০ হাজার টাকার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুগপৎ আন্দোলনের জন্য বিএনপির লিয়াজোঁ কমিটি
পরবর্তী নিবন্ধচাকরির প্রলোভনে প্রতারণা বাড়ছে অনলাইনে