চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড় একটি অন্যতম ব্যস্ততম সংযোগস্থল, যেখানে চারটি প্রধান সড়ক মিলিত হয়েছে। এই সড়কগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে, যার মধ্যে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও রিকশা রয়েছে। ফলে এখানে পথচারীদের জন্য নিরাপদে রাস্তা পারাপার করা কঠিন হয়ে পড়েছে। লালখান বাজারের এই গুরুত্বপূর্ণ মোড়ে কোনো ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদের বাধ্য হয়ে ব্যস্ত রাস্তার মাঝ দিয়ে পার হতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়, বিশেষ করে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য এটি চরম বিপজ্জনক হয়ে ওঠে। ট্রাফিক সিগন্যাল ঠিকমতো না মানা বা জেব্রা ক্রসিং না থাকায় পথচারীদের জন্য আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে। এখানকার স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা বারবার ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন, কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মারকলিপি প্রদান করেছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও পদক্ষেপ নেওয়ার জন্য বলেছে, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দুর্ঘটনা এড়াতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা নেয়, তাহলে নগরবাসী অনেকটাই স্বস্তি পাবে এবং দুর্ঘটনার হারও কমে আসবে।
রনি মুহুরী
শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।