লায়ন্স জেলার উদ্যোগ বাংলাদেশে লিওইজমের ৫০ বছর পূর্তির প্রস্তুতি

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

লায়ন্স জেলার উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর চিটাগাং ক্লাবে বাংলাদেশে লিওইজমের ৫০ বৎসর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য গোল্ডেন জুবিলী অনুষ্ঠানের প্রস্তুতি সভা জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার সিএলএফ কমপ্লেক্সস্থ হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন আল সাদাত দোভাষসহ লিও জেলার প্রাক্তন লিও প্রেসিডেন্টগণ উপস্থিত ছিলেন। এসময় কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, জিএলটি কোঅর্ডিনেটর লায়ন এস এম আশরাফুল আলম (আরজু), লিওলায়ন কোঅর্ডিনেটর লায়ন নুর মোহাম্মদ বাবু, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন একেএম নবিউল হক সুমন, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন শুভ নাজ জিনিয়া, লিও জেলার প্রেসিডেন্ট লিও আতিক শাহরিয়ার সাদিফ সহ এবং লায়নবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী অনুষ্ঠান আয়োজনের চেয়ারম্যান হিসেবে প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জু, বর্তমান সেবা বর্ষের এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন আবু মোরশেদ এবং জিএসটি কোঅর্ডিনেটর লায়ন গাজী মো. শহীদুল্লাহকে নিয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেন। তিনি বলেন,পরবর্তীতে লিও জেলার প্রাক্তন প্রেসিডেন্ট এবং অন্যান্য লিও ও লায়ন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হবে। লিওইজমের আসন্ন ৫০ বৎসর পূর্তি অনুষ্ঠানের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্ণর মঞ্জুর আলম মঞ্জু তাঁর বক্তব্যে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের আঙ্গিকে গোল্ডেন জুবিলী অনুষ্ঠানের বিভিন্ন রূপরেখা ও কর্মসূচির বিশদ আলোচনা তুলে ধরেন। তিনি একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য সকলের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহনে আশাবাদ ব্যক্ত করেন। এতে বক্তব্য রাখেন লায়ন ডা. আব্দুল্লাহ আল হারুন, লায়ন নওশাদ আহমেদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাত ধোয়ার সামাজিক আন্দোলন বেগবান করতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধহোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবকে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চেক প্রদান