লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর প্রথম অ্যাডভাইজারি কমিটির সভা জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনের হালিমা রোকেয়া হলে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। উপস্থিত ছিলেন ক্যাবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন জাহানারা বেগম, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস, লায়ন মির্জা মো. মনসুরুল হক, লায়ন মানিক রতন শর্মা, লায়ন ইস্তিয়াক মাহমুদ ইমনসহ উভয় জোনের ক্লাব সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারেরবৃন্দ। সভায় এপ্রিল থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্টিং উপস্থাপন করেন ক্লাব সভাপতিবৃন্দ যথাক্রমে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইমপেরিয়াল সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘর, লায়ন্স ক্লাব অব চিটাগাং আগ্রবাদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং মোহরা ও জোন–১৮ এর লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লস্কাই, লায়ন্স ক্লাব অব চিটাগাং সুগন্ধা এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালি। প্রেস বিজ্ঞপ্তি।