লায়ন্স ক্লাব অব চিটাগাং এডভান্স সিটির কমিটি গঠন ও মাসিক সভা

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ বাংলাদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং এডভান্স সিটির নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৭ মে নগরীর সাম্পান রেস্টুরেন্টে ক্লাবের মাসিক সভায় সেবাবর্ষ ২০২৫২০২৬এর জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জোন চেয়ারপার্সন এবং ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন সালাউদ্দীন আলী নতুন কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন রঘুপতি সেন। এছাড়া লায়ন আক্কাস উদ্দীনকে সাধারণ সম্পাদক এবং আনিকা তাবাসুম আইভিকে কোষাধ্যক্ষ করে ২০২৫২০২৬ সেবাবর্ষের দায়িত্ব প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন লায়ন ডাক্তার আতিকুর রহমান, লায়ন ইফতেকার সাইমুন, লায়ন সুমন চক্রবতী, লায়ন এরশাদ, লায়ন আব্দুর রহিম, লায়ন শহিদুল ইসলাম চৌধুরী, লায়ন মোস্তাফিজুর রহমান সুমন, লায়ন মোহাম্মদ এহসান, লায়ন মাজেদুল হক মুকুল, লায়ন পলাশ কান্তি দে, লায়ন আমজাদ হোসেন, লায়ন রিজোয়ান, লায়ন মোহাম্মদ জিসান প্রমুখ। প্রধান অতিথি জোন চেয়ারপার্সন এবং ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন সালাউদ্দীন আলী তার বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক মানবিক সেবার প্ল্যাটফর্ম। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। নেতৃত্ব, সেবা ও মানবতার আদর্শকে ধারণ করে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই, সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগামীর সেবা কার্যক্রম নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিতে সকলকে সচেতন হতে হবে