লায়ন্স ক্লাব অব চিটাগাং এর সেবামূলক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে লায়ন সার্ভিস কমপ্লেক্সে একগুচ্ছ সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে ছিল ৫টি সেলাই মেশিন, শীতার্তদের জন্য কম্বল ও খাদ্য দ্রব্য বিতরণ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাব সভাপতি লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। উদ্বোধক ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন এম এ মালেক। বিশেষ অতিথি সাবেক জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সাবেক ভাইস জেলা গভর্নর লায়ন এস এম ফারুক, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন ইসমাইল চৌধুরী ,লায়ন রাজীব সিনহা,লায়ন মোসলেহ উদ্দিন খান, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন জি,কে লালা,লায়ন এস কে পালিত, লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন নিশাত ইমরান, লায়ন মো. আবু নাসের রনি, লায়ন আব্দুর রব শাহীন ,লায়ন এম সোহেল খান, লায়ন ইসমাইল, লায়ন বাসুদেব সিনহা, লায়ন অনুপম মজুমদার,লায়ন সারাহ তানভি, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন রোকেয়া জামান,লায়ন নুর আক্তার,লায়ন তুহিন , লায়ন মহাদেব ঘোষ, লায়ন মারুফা নিজাম,লিও সাইফ, লিও নাজমুল, লিও রাহুল প্রমুখ।

প্রধান অতিথি বিজয়ের মাসে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল মানুষের পরিত্রাণের উসিলা মাইজভাণ্ডার দরবার
পরবর্তী নিবন্ধপ্যারেড মাঠে ৩৬ জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন