লায়ন্স ফাউন্ডেশনের ৩য় তলায় প্রকৃতি হলে গত ৮ সেপ্টেম্বর লায়ন্স ক্লাব অব চিটাগাং রেনেসাঁর ২০২৪–২০২৫ সেবাবর্ষের কার্যকরি কমিটির দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে গত সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন শারীরিকভাবে অসুস্থ থাকায় নতুন সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন শান্তা বডুয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল।
বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দীন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন। অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, আরও উপস্থিত ছিলেন লায়ন মোঃ হুমায়ুন কবির, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ ফজলুর রহমান মজুমদার ও কনসার্ন জোন চেয়ারপার্সন–রেনেসাঁ’র চার্টার প্রেসিডেন্ট লায়ন নার্গিস আক্তার, রিজিয়ন চেয়ারপারসন মোহাম্মদ আমজাদ হোসাইন, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ আশিকুল আলম আশিক সহ জেলার অন্যান্য লায়ন লিডারবৃ্ন্দ। প্রাক্তন প্রেসিডেন্ট ও জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। আনুগত্যের শপথ পাঠ করান ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন নিলুফা আক্তার। উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান সেক্রেটারি লায়ন রওশন। প্রেস বিজ্ঞপ্তি।