লায়ন রেবেকা নাসরীনকে সভাপতি, লায়ন বাসুদেব সিনহাকে সেক্রেটারি ও লায়ন অনুপম মজুমদারকে ট্রেজারার করে আগামী ২০২৫–২৬ সেবাবর্ষের জন্য লায়ন্স চিটাগংয়ের কমিটি গঠিত হয়। পিডিজিদের সর্বসম্মতিতে গঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। বাংলাদেশে লায়ন্স ক্লাব অব চিটাগং একটি ঐতিহ্যবাহী ক্লাব, যার সুনাম, সুখ্যাতি পুরো মাল্টিপল জুড়ে। আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের একটি অঙ্গ সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং। এই ক্লাবের হাত ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
বর্তমান জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দীন আহমেদ অপু তাঁর এই বছরের কল ‘একতাতে সমৃদ্ধি’ এই প্রত্যয়কে সামনে নিয়ে লায়ন্স জেলা ৩১৫–বি৪, দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেবার হাতকে প্রসারিত করে। আগামী সেবাবর্ষের জন্য যারা নির্বাচিত হয়েছে তাদের সকলের প্রতি লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রতিটি লায়ন সদস্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।