লায়ন্স ক্লাব ও লিও ক্লাব চিটাগং কর্ণফুলীর চিকিৎসা ক্যাম্প গত ২১ ফেব্রুয়ারি প্রাক্তন জেলা গর্ভনর লায়ন রূপম কিশোর বড়ুয়ার বাড়ি রাউজান মহামুনী পাহাড়তলীতে অনিরুদ্ধ বড়ুয়া অনি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ জনকে বিনা খরচে ডায়াবেটিক চেক আপ, ব্লাড গ্রুপিং এবং চক্ষু সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন মো. হেলাল উদ্দিন,ক্লাব সেক্রেটারী লায়ন ইকবাল হোসেন সুমন, লায়ন সমিরন বড়ুয়া, লিও শাহ আমানত হৃদয়, লিও মো. আরিফুজ্জামান, লিও শরিফুল ইসলাম, লিও আহনাফ তাজ জারিফ, লিও লাবনী, লিও জেসমিন আলম, লিও সুমাইয়া মূছা। প্রেস বিজ্ঞপ্তি।