চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সঙ্গে ভারতের প্রতিষ্ঠান সুশ্রুত আই ফাউন্ডেশনের মধ্যে চক্ষু সেবা বিষয়ক ফেলোশীপ এবং ট্রেনিং বিষয়ে সমঝোতা চুক্তি গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে। লায়ন্স আই হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুশ্রুত আই ফাউন্ডেশনের পক্ষে সেক্রেটারী আর সি পাল এবং লায়ন্স আই হাসপাতালের পক্ষে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা চুক্তির আওতায় ভারতের সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে চক্ষু সেবার ফেলোশিপ ডিগ্রি এবং ট্রেনিংপ্রাপ্তির জন্য চট্টগ্রাম লায়ন্স আই হসপিটালের চিকিৎসকগণ বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। সমঝোতা চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশের চক্ষু চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী, প্রফেসর ডা. মো. শওকত কবির, ডা. নিয়াজ আবদুর রহমান, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু এবং চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরীসহ চট্টগ্রামের অন্যান্য লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।