লায়নদের সেবামূলক কাজ বিশ্বব্যাপী সমাদৃত

লায়ন্সের অনুষ্ঠানে মাহফুজ আনাম মানবসেবায় লায়ন আসেদা জালালকে গোল্ড মেডেল প্রদান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, আমি থাইল্যান্ডে ৫ বছর ছিলাম। থাইল্যান্ডের এলিট শ্রেণীর লোকেরা বিশ্বজুড়ে ব্যবসা করে। তারা যখন বিনিয়োগ করে প্রথম বিনিয়োগটা তারা করে থাইল্যান্ডের ভিতরে। অন্যদিকে আমাদের বড়লোকেরা বিনিয়োগ করে কানাডায়, মালয়েশিয়ায় কিংবা অন্য কোনো জায়গায়। আবার আমাদের গরীবরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কত পরিশ্রম করে উপার্জন করে। তারা যা টাকা উপার্জন করে সব টাকা দেশে পাঠায়। আর বড়লোকেরা বিদেশে টাকা পাচার করে। অবশ্যই সব বড়লোকেরা করে তাও না। কোনো গরীব কিন্তু টাকা পাচার করে না। তারা বিদেশে আয় করে দেশে টাকা পাঠায়।

গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘ডিজি’স কল সেমিনার এবং গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল জেলা ৩১৫বি৪ অনুষ্ঠানটির আয়োজন করে। এ বছর গভর্নরের ডাক হলো– ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ বা ‘যত্নের ছায়া, ছড়ায় মায়া’। অনুষ্ঠানে মানবসেবায় স্বীকৃতিস্বরূপ সিনিয়র লায়ন গভর্নর অ্যাডভাইজার লায়ন আসেদা জালালকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

লায়ন্স সদস্যদের উদ্দেশে মাহফুজ আনাম বলেন, আপনারা অনেক সেবামূলক কাজ করেন। দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ান, বিশেষ করে চক্ষু চিকিৎসার যেসব প্রোগ্রাম আছে, সেগুলো বিশ্বব্যাপী অত্যন্ত সমাদৃত। সত্যিকার অর্থে আপনারা সেবামূলক কাজে যেভাবে নিজেদের নিয়োজিত করেন, আপনাদের নিষ্ঠা ও মানবতার ট্রেন্ড প্রশংসনীয়।

মাহফুজ আনাম আরো বলেন, আমাদের এই জাতির দুটি বৈশিষ্ট্য একটি হলোআমাদের জনসাধরণ আন্দোলনের মাধ্যমে নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা সেই সম্ভাবনাকে আমরা ঘরে তুলতে পারি না। ধরেন, বাংলাদেশের জনগণ একটা সম্ভাবনার দরজার সামনে দাঁড়িয়ে ছিল, কিন্তু সেই দরজাটা এতদিন বন্ধ ছিল। ছাত্রজনতার আন্দোলনের ফলে সেই দরজাটা অবশেষে খুলে গেছে। দরজার মাঝখান দিয়ে এখন আমরা নতুন নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছি। এই যে স্বপ্ন দেখছি, দেখার সময় আমরা দাঁড়িয়ে আছি একটা পিচ্ছিল জায়গায়। জনগণের আন্দোলনের ফলে সম্ভাবনা আসে। কিন্তু জনগণের আন্দোলনের পরিবর্তে নেতৃত্বের কারণে সেটি বারবার ব্যর্থ হয়েছে। সেখানে দার্শনিক প্লেটো বলেছিলেনমানুষ যেমন হবে, রাষ্ট্র তেমনই হবে। মানুষের চরিত্রের দ্বারাই রাষ্ট্র গঠন হয়। তবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি, আমরা বারবার সম্ভাবনার মুখে এসে পিছিয়ে যাই। এখন আমার মনে হয়, আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমরা কেন সম্ভাবনা তৈরি করি, আবার কেন ব্যর্থ হই। আমাদের স্বাধীনতা এসেছে ১৯৭১ সালে, আবার ভিয়েতনাম স্বাধীন হয়েছে আমাদেরও পরে। আমরা কোথায় আর ভিয়েতনাম কোথায়। এরকম আরো উদাহরণ আছে। আরেকটি বিষয় হচ্ছেআমরা যেটা বলি, সেটা করি না। আমাদের মূল্যবোধের ব্যাপারে একটা অন্তঃসারশূন্যতা আছে।

প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক ড. রুবানা হক বলেন, আমরা আগস্ট মাসে অনেক তরুণ হারিয়েছি। তরুণদের ভাষায় ওটা ৩৬শে জুলাই। এই তরুণদের কথা চিন্তা করে আমাদের স্বার্থ ছাড়া আত্মত্যাগের জায়গাটা খুঁজে নিতে হবে।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল জেলা ৩১৫বি৪ এর গভর্নর লায়ন কোহিনুর কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের চেয়ারম্যান লায়ন এসএম আশরাফুল আলম আরজু। এছাড়া বক্তব্য দেন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে ছিলেন দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন এফ এম সামসুদ্দিন, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন মো. কবির কবির উদ্দিন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন জিল্লুর রহমান, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মো. নাসির উদ্দিন, অনুষ্ঠানের মেম্বার সেক্রেটারি লায়ন পারভীন মাহমুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপারিবারিক বিরোধ, নানী শাশুড়িকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম