লামা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য মেয়র ও কাউন্সিলর পদে দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই শেষে কাগজপত্র সঠিক থাকায় রিটার্নিং অফিসার ও বান্দরবান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৬ জনসহ মোট ৩৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানিয়েছে, মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের সকলেরই মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। মেয়র বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের প্রার্থী মো. জহিরুল ইসলাম, বিএনপির প্রার্থী মো. শাহিন ও জাপা সমর্থিত প্রার্থী এ.টি.এম শহিদুল ইসলাম।
১ নং সংরক্ষিত ওয়ার্ডে বৈধ মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন সাকেরা বেগম, রোকেয়া খানম কেয়া ও শ্যামলী বিশ্বাস। ২ নং ওয়ার্ডে বৈধ প্রার্থীরা হলেন জোসনা বেগম ও মরিয়ম বেগম। ৩ নং ওয়ার্ডে বৈধ প্রার্থীরা হলেন মাজেদা বেগম, জাহানারা বেগম, রোজিনা আক্তার ও সুমনা আক্তার।
সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে বৈধ প্রার্থীরা হলেন স্বপন কুমার দে, মো. ফরিদ মিয়া, বশির আহমদ। ২ নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন বাদশা। তিনি একজনই এই ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৩ নং ওয়ার্ডে মো. সাইফুদ্দিন, মো. শাখাওয়াত হোসেন ও ওসমান গণি শিমুল। ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ রফিক। তিনি একজনই এই ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা করেছিলেন। ৫ নং ওয়ার্ডে আবদুস সালাম, মো. আবুল হোসেন, আলী আহম্মদ ও মোহাম্মদ ইসমাইল হোসেন। ৬ নং ওয়ার্ডে মমতাজুল ইসলাম, মো. ফজর আলী ও মো. জাকির হোসেন। ৭ নং ওয়ার্ডে মো. সোহরাব হোসেন ও মো. কামাল উদ্দিন। ৮ নং ওয়ার্ডে মো. ইউছুপ আলী, মো. জহির হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. আলাউদ্দিন ও মো. ইউছুপ। ৯ নং ওয়ার্ডে মংএ মার্মা, মো. মঞ্জুর আলম, উশৈথোয়াই মার্মা ও মো. এরশাদ মিয়া। তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।