লামায় গরুসহ ৪চোর গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় চুরি হওয়া দুটি চোরাই গরুসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে লামা থানা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গরু চোরদের গ্রেপ্তার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে থংপং ম্রো (২৪) নামে এক ব্যক্তির ষাঁড় ও একটি গাভী চুরি হয়। এ ঘটনায় লামা থানায় মামলা দায়ের হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল করিম (২৫), মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মো. আবদুল করিম (২৩) এবং মোবারেক আলী (৪৯)। গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তীর ভিত্তিতে চোরাই যাওয়া ২টি গরু এবং গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ -এর অন্ত্যমিল