লামায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হামিদা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে তিনি কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অভিপোস্ট পাড়ার বাসিন্দা ইসহাক সর্দারের স্ত্রী। এদিকে, প্রবল বৃষ্টি উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবী টিম দুপুরে মৃত বৃদ্ধার দাফন কাফন কাজ সম্পন্ন করে।
মৃত হামিদার স্বামী ইসহাক সর্দার জানান, গত ২৫ জুলাই সকালে হামিদা বেগম হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক তাকে কঙবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান হামিদা বেগম। পরে উপজেলা নির্বাহী অফিসার বৃদ্ধার দাফন কাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের খবর দেন।