হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে অভিভাবক সমাবেশ সম্প্রতি বিদ্যালয় পরিচালনার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। এডহক কমিটি সভাপতি সালাউদ্দীন আলীর সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর মো. নাজিম উদ্দীন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, অভিভাবক সদস্য মো. এনায়েত উল্লাহ চৌধুরী, পেশকার হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলম, ব্যাংকার জাহাঙ্গির আলম, মোহাম্মদ জসিম উদ্দীন, শফিউল আলম বাবুল, মাহমুদুর রহমান, আব্দুল হালিম, মাস্টার এটিএম হারুন উর রশিদ, মাস্টার সফিকুল ইসলাম, গিয়াস উদ্দীন, ফাতেমা আক্তার, মামুনুর রশিদ মামুন মেম্বার, ডা. মুহাম্মদ আজম, মুহাম্মদ আইয়ুব, জাহেদুল আলম রুমেল, মুহাম্মদ শাহ্জাহান, মুহাম্মদ মাসুদ, মোহাম্মদ খোকন, হুজ্জাতুল ইসলাম, রবিউল আলম বুলবুল, নজরুল ইসলাম, মুহাম্মদ বাচ্চু, মুহাম্মদ ইমরান, ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন জিকু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সত্যজিৎ বড়ুয়া। বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আবছার এবং মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের সুন্দর, ও উজ্জ্বল সোনালী ভবিষ্যৎ বিনির্মাণে মা ও অভিভাবক সমাবেশের প্রয়োজনীয়তা অপরিহার্য। নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে অভিভাবকদের প্রতি মাসে অন্তত একবার হলেও বিদ্যালয়ে এসে ছেলে–মেয়ের লেখাপড়ার খোঁজ–খবর নিতে হবে। তিনি আরো বলেন, আপনারা যদি বিদ্যালয়ে এসে শিক্ষকদের কাছে সন্তানের লেখাপড়ার ব্যাপারে জানতে চান তাহলে আপনার সন্তানরাও লেখাপড়ায় বেশি মনোযোগী হবে। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমি বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে চেষ্টা করেছি বিদ্যালয়ের উন্নয়নকল্পে কাজ করতে। তিনি এই লক্ষ্যে সমাজের বিত্তবান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে ৫জন মা’দের বেস্ট মা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শেষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।