লাখো সৌদি প্রবাসীকে গানে গানে মাতালেন জেমস

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

রিয়াদের আলসুওয়াইদি পার্কে গত শুক্রবার বাংলাদেশ উৎসবে একের পর এক গান গেয়ে মাতিয়ে তোলেন প্রবাসীদের। এর আগে আলসুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জেমস তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। খবর বাংলানিউজের।

এসব গানের মধ্যে ছিল ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ে’, ‘না জানি কোহি’ প্রভৃতি।স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিলো লাল গামছা বাঁধা। পরনে কালো টিশার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন, তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে। জেমসের গানের তালে তালে মেতে উঠেন লাখো প্রবাসীরা। আয়োজকরা জানিয়েছেন আলসুওয়াইদি পার্কে ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যোগ দেন। জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস।

তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথম বারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন জেমস। সৌদি আরবের ভিশন২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় জীবনের গুণমান কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে।

পূর্ববর্তী নিবন্ধনাঈম হাসানের ঘূর্ণিতে কাবু খুলনা বিভাগ
পরবর্তী নিবন্ধবোধনের স্বর্ণালী ৬০ ও অনির্বাণ ৬১