লাখ ছাড়িয়ে স্বর্ণের দাম, রেকর্ড

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

দেশের ইতিহাসে রেকর্ড মূল্য হয়েছে স্বর্ণের। বাজারে এর দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বেড়ে এক লাখ ৭৭৭ টাকা হয়েছে। এর আগে কখনো এত দাম হয়নি এ ধাতুর।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হবে। এর আগে চলতি বছর ১৮ মার্চ দেশের ইতিহাসে এক লাফে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। প্রতি ভরির দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। ১৯ মার্চ থেকে এ মূল্য কার্যকর হয়। এরপর দেশে স্বর্ণের দাম কয়েক দফা বাড়ানো ও কমানো হয়। গতকাল বৃহস্পতিবার অতীতে সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয় স্বর্ণের দামে। খবর বাংলানিউজের।

জানা গেছে, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ২১ জুলাই শুক্রবার থেকে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা
পরবর্তী নিবন্ধনিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না : খসরু