ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম পুরাটাই ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এসময় মন্ত্রী বলেন, আরও ১২৫টি লাগেজভ্যান কেনা হচ্ছে। কৃষিপণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে কৃষকরা তাদের পণ্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে সরবরাহ করতে পারবে। গতকাল সকালে চট্টগ্রাম-ঢাকা রেল লাইনের লাকসাম-কুমিল্লা সেকশনে ২৪ কিলোমিটার অংশে ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত পরবর্তী সময়ে ব্রডগেজে রূপান্তর করা হচ্ছে। আখাউড়া-লাকসাম সেকশনে নতুন ৭২ কিলোমিটার ডুয়েলগেজ দ্বিতীয় রেললাইন নির্মাণ এবং বিদ্যমান ৭২ কিলোমিটার মিটার গেজ রেললাইনকে ডুয়েলগেজ রূপান্তর করা হচ্ছে। রেলওয়ের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এক সময় রেলকে ধ্বংস করা হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনরায় গতি ফিরিয়ে আনেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেন।