জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার গতকাল সোমবার থেকেই ছুটিতে গেছেন। অনূর্ধ্ব–২০ দলের সঙ্গে তিনি লাওস থেকে আর ঢাকায় ফিরেননি। ছুটি কাটাতে ইংল্যান্ড রওনা হয়েছেন। ১ সেপ্টেম্বর ঢাকায় ফিরে সিনিয়র দলের মিশন অস্ট্রেলিয়া শুরু করবেন। সিনিয়র দলের মতো বাংলাদেশ অ–২০ নারী দলও প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে। লাওস থেকে আফিদারা গতকাল বাংলাদেশ সময় রাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।