লাইসেন্স ছাড়া শিশু খাদ্য বিক্রিসহ নানা অপরাধ

কর্ণফুলীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা গুণলো পাঁচ প্রতিষ্ঠান। উপজেলার আখতারুজ্জামান চৌধুরী চত্বরে অভিযান চালিয়ে এই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৪ টায় কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কর্ণফুলী থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এসময় নূর সুইটসকে পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, উৎপাদন, মেয়াদ ইত্যাদি ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ডিলিং লাইসেন্স ব্যতীত শিশু খাদ্য বিক্রির অপরাধের ২০ হাজার টাকা, ফুলকলিকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিবেশন করায় ৫ হাজার টাকা, মেসার্স হাজী এস ইসলাম ট্রেডার্সকে ডিলিং লাইসেন্স ছাড়া রড, সিমেন্ট, টিন ইত্যাদি অত্যাবশকীয় পণ্য বিক্রি করায় ৫ হাজার টাকা, মোহাম্মদিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও এন ইসলাম এন্ড সন্স এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, ৫ টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, অভিযানে পণ্যের মোড়কে ওজনে কম, মূল্যে তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, লাইসেন্স ব্যতীত শিশু খাদ্য বিক্রির অপরাধে এসব জরিমানা করা হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে চিংড়িঘের থেকে ৬০ বছরের বৃদ্ধার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকোটা আন্দোলন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে : কাদের