লরির পেছনে সিএনজির ধাক্কা,যাত্রীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন বিমান বন্দর সড়কে লরির পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। তার নামপরিচয় জানা যায় নি। গত মঙ্গলবার ভোর ৪ টায় একটি বেসরকারি কনটেইনার ডিপোর সামনে এ ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরও নামপরিচয় জানা যায়নি। নগরীর বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কেইপিজেড স্টেশনের লিডার স্বপন চন্দ্র ঘোষ আজাদীকে বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করেন। এ ঘটনায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, লরিকে পেছন থেকে ধাক্কা দেয় সিএনজি অটোরিকশা। এতে দুর্ঘটনা ঘটে। অটোরিকশার তিনজন যাত্রী আহত হয়। মৃত্যু হয় এক যাত্রীর। তার মরদেহ পতেঙ্গা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ জনের বিরুদ্ধে মেয়ের মামলা, গ্রেপ্তার তিন
পরবর্তী নিবন্ধ‘অনেক দূর আগাতে রাজি’ মালিকপক্ষ