সারাদেশের লবণের চাহিদা মিটাচ্ছ কক্সবাজার অঞ্চলের লবণ চাষীরা এটা গৌরবের বিষয়। লবণের ন্যায্য মূল্য পেতে চাষীদের ধৈর্য ধরতে হবে। সরকারের উচ্চ মহলে আলোচনা চলছে।
গত বৃহস্পতিবার বিকেলে পেকুয়া উপজেলা রাজাখালী জমিদার বাড়ি মাঠে বিসিক আয়োজিত লবণ চাষীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় বিসিক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম একথা বলেন। বাংলাদেশ লবণ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এজেএম গিয়াসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শিল্প উন্নয়ন ও সমপ্রসারণ বিসিক ঢাকা এর পরিচালক, কাজী মাহবুবুর রশিদ, বিসিক ঢাকা লবণ সেল প্রধান সারোয়ার হোসেন, বাংলাদেশ লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট শাহাব উদ্দিন, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এসময় প্রান্তিক লবণ চাষীদের দাবি উপস্থাপন করেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র সমন্বয়ক সাংবাদিক দেলওয়ার হোসাইন, লবণ চাষী আকতার হোসেন,আবদুল করিম প্রমুখ। বিসিবি চেয়ারম্যান বলেন, লবণ চাষীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ব্যবস্থা নিতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। লবণ চাষীদের তালিকা তৈরী করে প্রণোদনা সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিতে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে।
এতে প্রশিক্ষণ প্রদান করেন বিসিক উপ মহাব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল ভূঁইয়া। এদিকে বেশ কিছু দিন ধরে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবীতে লবণচাষীদের জনসমাবেশ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে কক্সবাজার অঞ্চলে। লবণ শিল্প ও লবণচাষীদের রক্ষায় গত ৩১ জানুয়ারি পেকুয়ায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র আয়োজনে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার ও আশপাশের লবণ ও লবণ চাষীদের বাঁচাতে কয়লা কারখানাসহ পরিবেশ দূষণকারী শিল্প কারখানা বন্ধ, লবণ শিল্পজাত পণ্য নয়, অবিলম্বে একে কৃষি পণ্য হিসাবে ঘোষণা ও লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের দাবি তুলে ধরেন অন্যথায় লবণচাষীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।